সংগীতশিল্পী প্রীতমের সর্বশেষ একক অ্যালবাম ভালো থেকো
প্রকাশিত হয়েছিল এ বছরের শুরুর দিকে। আবারও প্রীতম তার নবম একক অ্যালবামের
কাজ শুরু করেছেন। ইতোমধ্যেই অ্যালবামের বেশ কিছু গানের রেকর্ডিং সম্পন্ন
হয়েছে। ১০টি বিষয়ভিক্তিক গান দিয়ে সাজানো হয়েছে প্রীতমের নবম অ্যালবামটি।
সবগুলো গানের কথা, সুর এবং সংগীত পরিচালনায় রয়েছেন প্রীতম নিজেই। এ
সম্পর্কে প্রীতম বলেন, ‘এখনকার সময়ের নানা আলোচিত ঘটনা এবং মানবিক কিছু
বিষয়ভিত্তিক গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামের গানগুলো। তবে এবারের গানের
সুরের ক্ষেত্রে রকের পাশাপাশি স্প্যানিশের একটা সংমিশ্রণ থাকবে। আমি অনেক
যত্ন করে গানগুলো করছি। আশা করি গানের কথা, সুর এবং কম্পোজিশনের ক্ষেত্রে
আলাদা এক ধরনের বৈচিত্র্য থাকবে।’ নাম ঠিক না হওয়া অ্যালবামটি প্রকাশিত হবে
আগামী ১৬ ডিসেম্বর। এছাড়া প্রীতমের একক অ্যালবামের পাশাপাশি তার ব্যান্ড
স্লোগানের প্রথম অ্যালবাম গেরিলা ১৯৭১ একই সময়ে প্রকাশিত হবে বলে জানান
প্রীতম।
|