শিরিনের
প্রথম একক অ্যালবাম ‘পাঞ্জাবিওয়ালা’ প্রকাশিত হয় ২০০৭ সালে। হাবিবের
সংগীতায়োজিত সেই অ্যালবাম দারুণ সাড়া ফেলে শ্রোতাদের মধ্যে। ২০০৯ সালে
আসে তাঁর দ্বিতীয় একক ‘মাতওয়ালী’| এই অ্যালবামের সংগীতায়োজনে ছিলেন
ফুয়াদ। শিরিন-ভক্তদের জন্য সুখবর হলো_এবার নিজের তৃতীয় একক অ্যালবাম
নিয়ে আসছেন এই গায়িকা! প্রায় এক বছর পর গত শনিবার দেশে ফিরেছেন শিরিন।
এসেই নতুন অ্যালবামের গান তৈরি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। গতকাল রংবেরংকে
শিরিন জানান, আসছে কোরবানির ঈদেই তাঁর তৃতীয় একক বাজারে আসবে। এবারের
অ্যালবামটির নাম দিয়েছেন তিনি ‘দিলহারা’| এতে গান থাকবে ১০-১২টি। গানগুলোর
সংগীতায়োজনে থাকছেন বাপ্পা মজুমদার, ফুয়াদ আল মুক্তাদির, হৃদয় খান,
রোমেল আলী, রাফা, ইউরোপে বসবাসরত বাংলাদেশি সাকিব ও ভারতীয় ক্যাথেন। এই
অ্যালবামে কোন ধরনের গান থাকছে_এমন প্রশ্নের জবাবে শিরিন বলেন, ফোক, বিরহ ও
আধ্যাত্মিক ধাঁচের গানই থাকবে বেশি। এর মধ্যে চলতি সপ্তাহেই চার-পাঁচটি
গানের কাজ শেষ হয়ে যাবে। শিরিনের আগের দুটি অ্যালবাম লেজার ভিশনের
ব্যানারে এলেও এই অ্যালবাম কোন ব্যানারে আসবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
তিনি এখন অবস্থান করছেন ঢাকায়। দু-এক দিনের মধ্যেই বেড়াতে যাবেন নিজ
এলাকা চট্টগ্রামে।