zxtu | Date: Friday, 2010-10-29, 3:35 PM | Message # 11288352143 |
Generalissimo
Group: Administrators
Messages: 1409
Reputation: 0
Status: Offline
| [Image: image_174_32390.jpg] নতুন অ্যালবামের কাজে হাত দিয়েছেন তারকা দম্পতি তাহসান-মিথিলা। অ্যালবামটির গানের কথা লিখবেন মিথিলা। আর সুর, সংগীত ও কণ্ঠ দিবেন তাহসান। মিথিলাও গানে তাহসানের সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিবেন। মিথিলা বলেন, 'আমি যে চিন্তাধারার গান পছন্দ করি, তাহসান ঠিক সেই ধারার গানই করে। সব সময়ই গতানুগতিক ধারার বাইরের গানই আমার পছন্দ। শখের বসে সে রকম কিছু লেখারও চেষ্টা করি। তবে গান গাইতে আমি খুব পছন্দ করি। তাহসানের সঙ্গে আমার গাওয়া গান শ্রোতারা পছন্দ করেছেন। এবারের অ্যালবামে তাই তাহসানের সঙ্গে একটি গান গাচ্ছি।' তাহসান বলেন, 'আমি সবসময়ই চাই আমার কাজে মিথিলার অংশগ্রহণ থাকুক। সবচেয়ে বড় ব্যাপার হলো, আমি যে ধরনের গান করি মিথিলাও সে ধরনের গানই পছন্দ করে। শিগগিরই আমাদের অ্যালবামের কাজ শেষ হবে বলে আশা করছি।'
|
|
| |