Please enable / Bitte aktiviere JavaScript!
Veuillez activer / Por favor activa el Javascript![ ? ]
[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 1 of 1
  • 1
Shironamhin's 5th album Shironamhin
zxtuDate: Thursday, 2011-11-24, 6:40 PM | Message # 11322145611
Generalissimo
Group: Administrators
Messages: 1409
Reputation: 0
Status: Offline

শিরোনামহীন ব্যান্ডের পথচলা শুরু ১৯৯৬ সালে। এ পর্যন্ত চারটি অ্যালবাম প্রকাশ করেছে তারা। অ্যালবামগুলো হলো 'জাহাজী' (২০০৪), 'ইচ্ছেঘুড়ি' (২০০৬), 'বন্ধ জানালা' (২০০৮) ও 'শিরোনামহীন রবীন্দ্রনাথ' (২০১০)। এবার নিজেদের পঞ্চম একক অ্যালবামের কাজ করছে তারা। ব্যান্ডের নামেই এবার অ্যালবামটির নাম রাখা হয়েছে 'শিরোনামহীন'। এরই মধ্যে এ অ্যালবামের জন্য ১৫টির বেশি গান তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন ব্যান্ডের ভোকাল তুহিন। আরো কিছু গান তৈরি করে সেখান থেকে বাছাই করে ১০টি রাখা হবে অ্যালবামে। থাকতে পারে একটি ইনস্ট্রুমেন্টালও। আগামী পহেলা বৈশাখে অ্যালবামটি প্রকাশ করা হবে। তুহিন বলেন, 'আমরা আমাদের সব অ্যালবামেই বৈচিত্র্য রাখার চেষ্টা করেছি। এবারও সেই চেষ্টা থাকবে। কথা-সুর-সংগীতায়োজন সব কিছুই হবে বর্তমান সময়ের আঙ্গিকে।' জিয়া বলেন, 'অন্য অ্যালবামগুলোয় বাইরের দু-একজনও আমাদের সঙ্গে বাজাতেন। ব্যান্ডের নামে অ্যালবাম করছি বলে এবার আমরা নিজেরাই সব বাজাচ্ছি। এ অ্যালবামে বাজানোর জন্য তিন মাস ধরে সরোদ ও ভায়োলিন বাজানো শিখেছি আমি। এটা আমার জন্য মজার এক অভিজ্ঞতাও বটে।'
Attachments: 9013215.jpg (35.5 Kb)
 
  • Page 1 of 1
  • 1
Search: