zxtu | Date: Thursday, 2011-10-13, 2:20 PM | Message # 11318501218 |
Generalissimo
Group: Administrators
Messages: 1409
Reputation: 0
Status: Offline
|
প্রায় ছয় বছর পর আসছে ব্যান্ডদল নেমেসিসের দ্বিতীয় একক। নাম ‘তৃতীয় যাত্রা’। কোরবানির ঈদের আগেই অ্যালবামটি বাজারে আসবে বলে জানান ব্যান্ডটির সদস্য ডিউ। তিনি বলেন, ‘প্রথম অ্যালবাম অন্বেষণ (২০০৫) প্রকাশের পর অনেক দিন আমরা নতুন কোনো একক অ্যালবামের কাজ করিনি। তবে এর মধ্যে তিনটি মিশ্র অ্যালবামে গান করেছি। তা ছাড়া ব্যান্ডের সবারই পড়াশোনার একটা ব্যস্ততা ছিল। এরই ফাঁকে সময় বের করে নিয়ে দ্বিতীয় একক অ্যালবামের কাজ করেছি।’ ডিউ আরও বলেন, ‘আমাদের এবারের অ্যালবামের বেশির ভাগ গানই রক ও অলটারনেটিভ রক ঘরানার। অনেক যত্ন নিয়ে আমরা গানগুলো তৈরি করেছি। চেষ্টা করেছি সবকিছুতে বৈচিত্র্য আনতে।’ একটি ইংরেজিসহ অ্যালবামে মোট গান রয়েছে নয়টি। গানের কথা লিখেছেন জোয়াদ, মাহের ও রাইন। গানগুলোর শিরোনাম তৃতীয় যাত্রা, কল্পরাজ্য, কবে, নির্বাসন, এগিয়ে নাও, বীর, হোল্ড অন, অবসবাস, ও শেষ গান। তৃতীয় যাত্রা অ্যালবামটি বাজারে আনবে ডেডলাইন মিউজিক। ‘নেমেসিস’ ব্যান্ডের লাইনআপ হচ্ছে জোয়াদ (ভোকাল), মাহের (গিটার), উমায়ের (গিটার), রাতুল (বেজ) ও ডিউ (ড্রামস)।
|
|
| |